শুক্রবার প্রকাশিত ২০২০ সালের সম্মানপ্রাপ্তদের তালিকায় লয়েডের সতীর্থ গর্ডন গ্রিনিজকেও অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ নাইট কমান্ডার-এ ভূষিত করা হয়েছে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে। দারিদ্র্য বিমোচনে অবদানের স্বীকৃতি হিসেবে সদ্য প্রয়াত ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদও এই উপাধিতে ভূষিত হয়েছিলেন।
১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ক্লাইভ লয়েডকে বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়ে ক্রিকেটে অবদান রাখায় সম্মানিত করা হয়। ক্রিকেটার হিসেবে ব্যাটে-বলে ছিলেন সমান উজ্জ্বল ক্লাইভ লয়েড। অলরাউন্ডার আর অধিনায়ক সব কিছুতেই নিজেকে মেলে ধরে হয়ে ওঠেন সত্যিকারের এক কিংবদন্তি।
আর ৬৮ বছর বয়সী গ্রিনিজকে ক্রিকেট ও এর উন্নয়নে অবদান রাখায় নাইট উপাধি দিয়ে সম্মানিত করা হয়। সাবেক এই ওপেনারের কোচিংয়ে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ, জায়গা করে নেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। দুই বছর পর তার অধীনেই প্রথমবারের মতো খেলে বিশ্বকাপে।
লয়েডকে এখন ডাকা হবে ‘স্যার ক্লাইভ’ নামে। তার নেতৃত্বে ১৯৭০ ও ১৯৮০’র দশকে বিশ্ব ক্রিকেটে একচেটিয়া দাপট দেখায় ওয়েস্ট ইন্ডিজ দল।
খেলোয়াড়ি জীবন শেষে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন লয়েড। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ম্যাচ রেফারি ও ক্রিকেট কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। সবশেষ তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ৭৫ বছর বয়সী লয়েড। ১৯৬৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটও মাতিয়েছেন তিনি।
এই সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্লাইভ লয়েড: “অসাধারণ এই খেলায় আমি আমার জীবনের ৫০টি বছর দিয়েছি। আর এখন এভাবে সম্মানিত হয়ে আমি বুঝতে পারছি, আমার কাজকে শ্রদ্ধাভরে দেখা হচ্ছে। যে খেলা আমি অনেক উপভোগ করেছি এবং যা অনেককে আনন্দ দিয়েছে সেই খেলাটি খেলে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি।”
লয়েড বলেন, “এটি আমি আমার পরিবার ও ওই সব মানুষকে উৎসর্গ করছি, যারা আমার এই পথচলায় অংশ ছিল- ওয়েস্ট ইন্ডিজ, গায়ানা ও ল্যাঙ্কাশায়ারের খেলোয়াড়, ওয়েস্ট ইন্ডিজের মানুষ এবং তারা যারা আমাকে সমর্থন দিয়েছে।
“গর্ডনও সম্মানিত হয়েছে জানতে পেরে খুব ভালো লাগছে। সেও এই খেলাটির একজন অসাধারণ সেবক। এটা তারও যথেষ্ট প্রাপ্য।”
ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ওয়েন মর্গ্যানকে সম্মানিত করা হয়েছে। গত জুলাইয়ে লর্ডসে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেদিনের ম্যাচ সেরা বেন স্টোকস এবং জো রুট ও জস বাটলারকেও সম্মানিত করা হয়েছে। বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের কোচ ট্রেভর বেলিসকেও সম্মান জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ