এল এন্ট্রি লেভেলের স্মার্টফোন ‘এস ১৫ প্রো’

এল এন্ট্রি লেভেলের স্মার্টফোন ‘এস ১৫ প্রো’


দেশের বাজারে সাশ্রয়ী দামের এন্ট্রি লেভেলের স্মার্টফোন ‘এস ১৫ প্রো’ আনল মোবাইল ব্রান্ড আইটেল। ডট নচ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ২.৫ ডি কার্ভ–এর ৬.১ ইঞ্চি মাপের এইচডিপ্লাস আইপিএস ডিসপ্লে।

এস ১৫ প্রোর সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে রয়েছে ট্রিপল এআই ক্যামেরা। ৮ মেগাপিক্সেল তিন ক্যামেরার সঙ্গে রয়েছে ফ্ল্যাশলাইট ও বিশেষ ‘প্রো মোড’। ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফেস আনলক সুবিধাযুক্ত ‘এস ১৫ প্রো’ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ৯ পাই ওএস, ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে ১.৬ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর ও ৩০০০ মিলিয়াম্পির ব্যাটারি, ৪–জি ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। ফোনটির দাম ৭ হাজার ৮৯০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ