মিরপুরের হোম অফ ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।
এদিন জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে রশিদ খানেরা। জয়ের জন্য জিম্বাবুয়েকে ১৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে’তেই হ্যামিল্টন মাসাকাদযার দলকে চেপে ধরে রশিদ খানের দল।
স্কোরবোর্ডে ৩০ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানের উইকেট তুলে নেন আফগানিস্তানের বোলাররা। এরপর ইনিংসের সপ্তম ওভারে ফেরেন ক্রেইগ আর্ভাইন। ৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের পক্ষে সে সময় হাল ধরেন মুতমবদজি এবং রায়ান বার্ল। দুজন মিলে দেখে শুনে খেলে দলকে একশোর দিকে নিয়ে যেতে থাকেন। কিন্তু দলীয় ৮১ এবং ৯৬ রানে বিদায় নেন দুজনই। দুটি উইকেটই তুলে নেন আফগান দলপতি রশিদ খান।
এরপর রেগিস চাখাবা এবং মাজদিভা মিলে ৪৫ রান যোগ করলেও জিম্বাবুয়েকে ম্যাচে ফেরাতে পারেননি। ১৫ রান করে গুলবাদিন নাইবের বলে মাজদিভা ফিরলে সব আশা শেষ হয়ে যায় মাসাকাদজার দলের। শেষের দিকে মাজদিভা স্কোরবোর্ডে কিছু রান যোগ করলেও নির্ধারিত ২০ ওভারে ১৭০ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় মাসাকাদজার দল। ৪২ রানে অপরাজিত থাকেন মাজজিভা।
আফগানদের হয়ে ফরিদ মালিক এবং রশিদ খান নেন ২টি করে উইকেট। এর আগে প্রথমে ব্যাটিং করে নাজিবউল্লাহ জাদরানের ৬৯ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি পায় আফগানিস্তান।
0 মন্তব্যসমূহ